নাঙ্গলকোটে হলি ফ্লাওয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৭:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুস্থ ও সাধারণ রোগীদের বিনামূল্যে সেবা দিতে হলি ফ্লাওয়ার হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷
শনিবার (১৪ই আগস্ট) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুদুয়া রহমতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে এই মেডিকেল ক্যাম্প।
উপজেলার বাংগড্ডা ইউনিয়ন এর দুস্থ ও সাধারণ মানুষের কথা চিন্তা করে হলি ফ্লাওয়ার হাসপাতাল এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
ক্যাম্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাইনি, মেডিসিন ও শিশু রোগের চিকিৎসা দিয়েছেন ডা. আশরিন আক্তার মিথিলা।
এসময় লক্ষ্মীপদুয়া ও আশেপাশের গ্রামের প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হলি ফ্লাওয়ার হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব মজুমদার ও লক্ষ্মীপদুয়া রহমতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহমেদ,পল্লী চিকিৎসক পারভেজ আহমেদ ও হাসপাতালের কর্মচারীরা।
এমএম//