ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সফল সমাপনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

১৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় ১২ দিনব্যাপী আয়োজিত দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

উৎসব পর্ষদের আহ্বায়ক লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সচিব খলিল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা ও উৎসব পর্ষদের প্রচার উপ-পরিষদের আহ্বায়ক মীর জাহিদ হাসান। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন পর্ষদ সচিব আকতারুজ্জামান।

বাউল গানের মূর্ছনায় উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়।  

জাতীয় নাট্যশালা মিলনায়তন:  
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফা প্রযোজনা- নৃত্যনাট্য নকশীকাঁথার মাঠ, নাট্যরূপ এ কে এম মুজতবা, নৃত্য পরিকল্পনা ও কোরিওগ্রাফি জি এ মান্নান, নির্দেশনায় রাহিজা খানম ঝুনু 

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: বাংলা থিয়েটার প্রযোজনা- নীলদর্পন, রচনা: দীনবন্ধু মিত্র, নির্দেশনা: মামুনুর রশীদ

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন: বাকশিল্পাঙ্গনের প্রযোজনা- আবৃত্তি সবার উপরে মানুষ সত্য ও উঠোন সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের প্রযোজনা- গীতিআলেখ্য সবার উপরে মানুষ সত্য।