ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৩ ১৪৩১

দিনাজপুর পৌরমেয়র জাহাঙ্গীরের আত্মসমর্পণ, পরে কারাগারে প্রেরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে কটূক্তির দায়ে উচ্চ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

উচ্চ আদালতের নির্দেশে আজ বুধবার দুপুরে আত্মসমর্পণের পর তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

কড়া পুলিশ প্রহরায় কারাগারে নেয়ার সময় আদালত চত্তরে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

গত ১২ অক্টোবর ওই কটূক্তির মামলায় মেয়র জাহাঙ্গীরকে একমাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। সেই সঙ্গে সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেফতারের নির্দেশ দেয় আপিল বিভাগ।

এএইচ