ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কমিশন চায় সকল নিবন্ধিত দলই ভোটে আসুক: ইসি আনিছুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। 

বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান নির্বাচন কমিশনার আনিছুর রহমান। 

তিনি বলেন, শুধু আওয়ামী লীগ, বিএনপি নয়, কমিশন চায় সকল নিবন্ধিত দলই ভোটে আসুক। 

যথা সময়ে নির্বাচন আয়োজনে বড় কোনো ধরনের বাধা কিংবা কোনো শঙ্কা নেই উল্লেখ করে ইসি বলেন, নভেম্বরে তফসিল ঘোষণার কর্মপরিকল্পনা অনুযায়ী সব ধরনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন।

আনিছুর রহমান বলেন, তফসিলের যথেষ্ঠ সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেবো। আশা করছি যে, নভেম্বরের যেকোনও একটি সময়ে তফসিল দিয়ে দেবো।

কমিশনার আরও বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। নির্বাচনি সামগ্রী পাঠানো থেকে শুরু করে নির্বাচনের সবকিছু এগিয়ে রাখছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনও গত্যন্তর নেই। 

আনিছুর রহমান বলেন, আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেশি। কারণ, তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।

এএইচ