ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

গাজীপুরে দুর্গোৎসব উপলক্ষে সপ্তশতী ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

গাজীপুরের কালিয়াকৈরে ভৃঙ্গরাজ এলাকায় প্রতিষ্ঠিত সপ্তশতী ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক দুস্থ ও অসহায় নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

ভৃঙ্গরাজ এলাকায় একটি অরাজনৈতিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন হিসেবে ২০২১ সালের জুন মাসে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ভৃঙ্গরাজ গ্রামে আত্মপ্রকাশ করে। ফাউন্ডেশনের সূচনালগ্নে করুনাকালীন সময়ে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, সাপ্তাহিক বিদ্যামন্দির কার্যক্রম পরিচালনা, বৃক্ষরোপণ কার্যক্রম, রক্তদান কর্মসূচিসহ অন্যান্য সামাজিক সেবামূলক কাজে বর্তমানে ফাউন্ডেশনের ৩৬ জন স্বেচ্ছাসেবী নিরলস ভাবে সেচ্ছাশ্রম দিচ্ছে। 

এরই সাথে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে দুর্গাপূজার উপহার হিসেবে কাপড় বিতরণ কর্মসূচি বিগত তিন বছর থেকে চলমান আছে। এবছর দূর্গা পূজা উপলক্ষে ফাউন্ডেশনটি ১০০ জন মানুষের মাঝে শাড়ি কাপড় এবং লুঙ্গি বিতরণ করেছে। উপজেলার কালামপুর, নয়ানগর, ভুঙ্গাবাড়ী, বলিয়াদি, সাদল্লাপুর, ঋষিপাড়া, বড়দল এলাকায় মহাষষ্ঠী পূজার দিন  বস্ত্র বিতরণ করা হয়।     

এসবি/