ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘রেজাকুল হায়দার হল’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১ এএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘রেজাকুল হায়দার হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বোর্ড অব ট্রাস্টিজের প্রয়াত চেয়ারম্যান ও সদস্য রেজাকুল হায়দারের নামে গতকাল শনিবার ফিতা কেটে ‘রেজাকুল হায়দার হল’-এর নামফলক উন্মোচন করেন তার স্ত্রী সফুরা হায়দার এবং তার ছেলে, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ছাত্র আকবর হায়দার মুন্না।

অনুষ্ঠানটি যেন এক স্মরণসভায় পরিণত হয়েছিল। বক্তারা রেজাকুল হায়দারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্ণনা দেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। 

এমএম//