মার্কিন বাহিনীর ওপর হামলা হলে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার
সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধের সূত্র ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা করা হলে ওয়াশিংটন প্রতিশোধ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২২ অক্টোবর) এনবিসি-র মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। হামাস-ইসরায়েল যুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সৈন্যদের বেশ কয়েকটি ইরাকি ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলার চেষ্টার পর এমন মন্তব্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন ব্লিঙ্কেন।
এছাড়া, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেড়েছে বলে জানান তিনি। হামাসের ইরানি মিত্র হিজবুল্লাহর মতো সংগঠন যুদ্ধে সম্পৃক্ত হলে চলমান সংঘাতের বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করেন ব্লিঙ্কেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েলি এবং মার্কিন নাগরিকদের রক্ষা করতে সকল ধরনের ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা কার্যকরভাবে আমাদের জনগণকে রক্ষা করতে এবং প্রয়োজনে কঠোর প্রতিক্রিয়া জানাতে পারি।’
নিরাপত্তার প্রয়োজনে দুটি বিমানবাহী রণতরীসহ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলেও জানান মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।
কেআই//