ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

আফগানিস্তানের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হারে পাকিস্তান।  ম্যাচের পর দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা শঙ্কা প্রকাশ করেছিলেন আফগানিস্তানের কাছেও হারবে পাকিস্তান। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে বাবর আজম ও আবদুলহ শফিকের ফিফটিতে ভর করে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শফিক ৭৫ বলে ৭৮ ও বাবর ৯২ বলে ৭৪ রান করেন।

২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর ৫৩ বলে ৬৫ রান করে ফিরে যান গুরবাজ।

এরপর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়েন জাদরান। দলীয় ১৯০ রানে ১১৩ বলে ৮৭ রান করে আউট হন জাদরান।

এরপর ক্রিজে আসা আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রহমত। পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ না দিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। রহমত ৮৪ বলে ৭৭ ও শাহিদি ৪৫ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।

কেআই //