ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

হামুনের প্রভাবে পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল থেকে উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়ায় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর সমুদ্রগামী মাছধরা ট্রলারগুলো ইতোমধ্যে কুয়াকাটার অদূরে খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। বাতাস থেমে থেমে চলছে। ঘূর্ণিঝড়টি আজ সকাল নয়টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো।

তাই পায়রা ও চট্রগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় আজ মঙ্গলবার দুপুর ১২টায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরি সভা করেছে। সেখানে জানানো হয় হামুন মোকাবেলায় কলাপাড়া উপজেলায় ১৫০টি সাইক্লোন সেল্টার, ২০টি মুজিব কিল্লা, ৩০১৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদের মধ্যে তেমন কোন উদ্বেগ লক্ষ্য করা যায়নি।
 

 

এসবি/