বিশ্বকাপে বড় জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। আইসিসির ১৩তম আসরের ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।
বুধবার দিল্লিতে টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে অ্যাডাম জাম্পার স্পিনে বিভ্রান্ত হয়ে ২১ ওভারে ৯০ রানেই অলআউট হয় নেদারল্যান্ড।
৪০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা নেহায়েত মন্দ হয়নি ডাচদের। দুই ওপেনার ম্যাক্স ও’ ডড এবং বিক্রমজিৎ সিং শুরু করেছেন ভালোভাবেই। ৪ ওভারে রান উঠেছিল ৭ এর উপরে। তবে ওটুকুই ছিল বলার মত। ৫ম ওভারে ম্যাক্সকে সরাসরি বোল্ড করে ধ্বংসযজ্ঞের শুরু করেন মিচেল স্টার্ক।
এক ওভার পর আবার উইকেটের পতন। ম্যাক্সওয়েলের দুর্দান্ত রানআউটে সাজঘরে ফেরেন বিক্রমজিৎ।
১০ রান পর আরও একবার উইকেটের পতন। এবার অধিনায়ক কলিন অ্যাকারম্যান ফিরে গিয়েছেন জশ হ্যাজেলউডের বলে লেগ বিফোরের শিকার হয়ে। আর ৫৩ রানে নির্ভরযোগ্য বাস ডি লিড আউট হলে ডাচদের পরাজয় হয়ে যায় সময়ের ব্যাপার।
৫৩ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচে আর খুঁজে পাওয়া যায়নি কমলা শিবিরকে। সাইব্যান্ড অ্যাঙ্গেলব্রাখট, তেজা নিদামানুরু কেউই টিকতে পারেননি অজিদের বোলিং তোপের সামনে। ৮৪ থেকে ৯০ এই ৬ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় ডাচরা।
রেকর্ড জয়ে ৩ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।
এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন ওয়ার্নার। আর ম্যাক্সওয়েল মাত্র ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করে বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড গড়েন। ৪৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০৬ রানে সাজ ঘরে ফেরেন এই অজি ব্যাটার।
ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।
এছাড়া স্মিথ ৭১ ও মার্নেস লাবুশেন ৬২ রান করলে ৮ উইকেটে ৩৯৯ রানের স্কোর গড়ে অজিরা।
এএইচ