ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের ৩৮ হাজার ঘরবাড়ি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার জেলায় ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ১০৫ টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পরিমাণ ৩২ হাজার ৭৪৯। জেলায় দুর্গত মানুষের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।
জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন ও কক্সবাজার, মহেশখালীসহ ২টি পৌরসভা।
হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪ টি বৈদ্যতিক খুঁটি ভেঙ্গে গেছে। বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার।
এসব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
এএইচ