ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

চতুর্থ দিনের মতো গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলিচালা এলাকায় কারখানা শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এসময়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। 

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলিচালা এলাকায় অবস্থিত কয়েকটি  কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে কয়েকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুরতে থাকে। 

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে দশটার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও শ্রমিকরা বিচ্ছিন্নভাবে মহাসড়কে অবরোধ করছে। 

বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ