আক্রমণ হলে কর্মিরা চুপ থাকবে না: ওবায়দুল কাদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গায়ে পরে আক্রমণ করতে আসলে কর্মীরা কি চুপ করে থাকবে। হামলা হলে বসে থাকবে না, তাদের সমাবেশ স্থলে গিয়ে কোন হামলা হবে না। গায়ে পরে আওয়ামী লীগ উসকানি দেবে না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে পতেঙ্গায় সরাসরি উপস্থিত থেকে এ উদ্বোধন করবেন। আনোয়ারায় ইপিজেডের মাঠের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরবর্তী দিন ২৯ অক্টোবর সকাল ৬টায় জনসাধারণের চলাচলে উন্মুক্ত হবে টানেলটি।
ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর সমাবেশকে বিএনপি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ৪৭-এর দ্বিজাতি তত্ত্বের চেতনা তারা ধারণ করে। বহুবার হত্যার রাজনীতি করে প্রতিশোধ নিয়েছে। এর শেষ কবে। তারা, এখনও পচাত্তরের হাতিয়ার নিয়ে বড়াই করে। শেখ হাসিনাকে কবর স্থানে পাঠানোই কি তাদের লক্ষ্য। এটা আওয়ামী লীগ জানতে চায়।
তিনি বলেন, আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাবো না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবোও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই, নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি, তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেবো না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে চলেছে। আওয়ামী লীগ কখনও বিএনপির সমাবেশে হামলা, বা কোন প্রকার আক্রমণ করেনি। তারা যাতে ২০১৪, ১৫ সালের মত আন্দোলনের নামে সন্ত্রাস না করতে পারে, সেজন্য শান্তি সমাবেশ করা হচ্ছে।
তিনি বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তবে হামলা হলে পাল্টা হামলা হবে। আগেও বিএনপির সমালচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হয়েছে। ওইদিন বিএনপির সমালচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হবে।
নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা। বলেন, কোন বিদেশি চাপের বিষয়ে অবহিত নই। বিদেশি চাপ কেন থাকবে। আমরা তো অবাধ, সুষ্ঠু নির্বাচনই করতে চাই। শান্তিপূর্ণ ভালো নির্বাচন করতে চাই। ভয়ের কিছু নেই।
এএইচ