ইংল্যান্ডকে উড়িয়ে শ্রীলঙ্কার জয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১১ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
শ্রীলংকার বোলিং তোপে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যার পরিণতিতে লঙ্কানদের কাছে হারতে হয় ইংলিশদের।
ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো ইংল্যান্ডের। ৩৯ বলে ৪৫ রানের সূচনা করেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।
সপ্তম ওভারে মালানকে ২৮ রানে থামিয়ে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন কাঁধের ইনজুরির কারনে মাথিশা পাথিরানার পরিবর্তে বিশ^কাপের মাঝপথে দলে ডাক পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম উইকেট পতনের পর ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে। ৮৫ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস।
জো রুট ৩ রানে রান আউট, বেয়ারস্টো ৩০ রানে কাসুন রাজিথার, অধিনায়ক জশ বাটলার ৮ ও লিয়াম লিভিংস্টোন ১ রানে কুমারার শিকারে পরিনত হয়ে সাজঘরের পথ ধরেন। একে একে সব উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রানের টার্গেট দেয় ইংলিশরা। আর এই ছোট্ট রানের দেওয়াল টপকাতে মাত্র ২৫.৪ ওভার এর ২ উইকেট খরচ হয় লঙ্কানদের।
এই জয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল লঙ্কানরা। আর চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে এল জস বাটলারের দল।
এসবি/