ট্যাংক ব্যবহার করে উত্তর গাজায় হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার
ট্যাংক ব্যবহার করে উত্তর গাজার কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
হামলাটিকে স্থল অভিযান হিসেবে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, অভিযান চলছে। রাতভর গাজার অভ্যন্তরে হামাসের অবস্থান লক্ষ্য করে স্বল্প পরিসরে ওই হামলা চালানো হয়।
পাশাপাশি বোমাবর্ষণও চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরেও রাতভর অভিযান চালিয়েছে। আটক করেছে বহু ফিলিস্তিনিকে। এদিকে, হামলা বন্ধ এবং রাফা ক্রসিং স্থায়ীভাবে খুলে দেয়ার আহবান জানিয়ে আরব বিশ্ব-সহ বিশ্বের মুসলিমদের শুক্রবার ও রোববার সমাবেশে অংশ নেয়ার আহবান জানিয়েছে হামাস।
৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এসবি/