ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সেই বন্দুক হামলাকারীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার | আপডেট: ১২:৪৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

যুক্তরাষ্ট্রের  লুইস্টনে বন্দুক হামলার ২ দিন পর হামলাকারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার লুইস্টন থেকে আট মাইল দূরের একটি এলাকায় ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

হামলাকারী রবার্ট কার্ড একজন স্বীকৃত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক এবং ইউএস আর্মি রিজার্ভের সদস্য ছিলেন। নিজের বন্দুকের গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। রবার্ট মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানানো হয়। 

গভর্নর জ্যানেট মিলস বলেছেন, ‘হামলার ঘটনাস্থলের পার্শ্ববর্তী লিসবনের একটি জলাশয়ের কাছে তার মরদেহ পাওয়া যায়। আমি এখন স্বস্তিতে। রবার্ট কার্ড আর কারো জন্য হুমকি হবে না।’

বুধবার লুইস্টন শহরে বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টসহ বিভিন্ন জায়গায় বন্দুক হামলা চালান রবার্ট। এতে অন্তত ১৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়। ঘটনার পর থেকে থেকে হামলাকারী পলাতক ছিলেন।

হামলাকারীকে ধরতে অভিযান চলছিল পুলিশের। তদন্ত চালিয়ে যাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাকে থামানো না পর্যন্ত বাসিন্দাদের ঘরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল প্রশাসন।

এএইচ