চাপে নেদারল্যান্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার | আপডেট: ০৫:১২ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার
বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচরা। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় নেদারল্যান্ড। উইসলি বারসি ও কলিন আক্রম্যান শুরুর ধাক্কা সামাল দিতে ব্যর্থ হয়।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ড। ডাচ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। দলীয় ৩ রানে ৯ বলে ৩ রান করে আউট হন বিক্রমজিত সিং।
শুরুর ধাক্কা সামলে উঠার আগেই দ্বিতীয় আঘাত হানেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। দলীয় ৪ রানে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ম্যাক্স ও'দাউদ।
এরপর উইসলি বারসি ও কলিন আক্রম্যান মিলের শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৩ জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ডাচরা। বারসি ৪১ বলে ৪১ ও আক্রম্যান ৩৩ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিডি মিলে ৪৪ রানের জুটি গড়েন। তবে দলীয় ১০৭ রানে ৩২ বলে ১৭ রান করা বাস লিডিকে আউট করে নেদারল্যান্ডকে ফের চাপে ফেলে দেন তাসকিন। ২৭০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ড।
কেআই//