উল্লাপাড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৫ এএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর বড় ভাই মজনু পালিয়ে যান।
রোববার দুপুরে উপজেলার বড়হর ইউনিয়নের সরাতৈল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস ছাত্তার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ আকন্দের ছোট ছেলে।
বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম আকন্দ জানান, রোববার দুপুরে নিজ বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই মজনু আকন্দ ছোট ভাই ছাত্তার আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে।
চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার ও দায়ী ব্যক্তিকে আটকে অভিযান চলছে।
এএইচ