ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পরিস্থিতি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার | আপডেট: ১২:৩৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গত ২৮ অক্টোবর নিয়ে সরকারি ভাষ্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যা আজ সোমবার বিকালে অনুষ্ঠেয় কূটনৈতিক ব্রিফিংয়ে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী।

এতে ঢাকাস্থ প্রায় অর্ধশত বিদেশি কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের অধীন ৭টি সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের তিনজন প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ এ ব্রিফিংয়ে থাকতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসময়ে মন্ত্রিপরিষদের একাধিক সিনিয়র সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন।

সরকারের পক্ষ থেকে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হবে। ওইদিন বিএনপি বা এর সমমনা দলগুলো যেসব তাণ্ডব চালিয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের ওপর হামলাসহ প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ, পুলিশ হাসপাতাল, পুলিশ বক্সে হামলার তথ্য তুলে ধরা হবে।

এএইচ