ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

কাজাখস্তানে খনি দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার

কাজাখস্তানের মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়বহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। 

রোববার দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কারাগান্ড শহরের আর্সেলরমিত্তাল তামিরতাউ কোম্পানির কোস্টেনকো কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। এ নিখোঁজ খনি শ্রমিকের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এরআগে শনিবার কাজাখ সরকার এ খনি দুর্ঘটনায় হতাহতদের জন্য বোরবার জাতীয় শোক দিবস পালন করে।

অগ্নিকান্ডের সময় খনিতে ২৫২ জন কাজ করছিলেন। সেখানে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ২০০ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। 

এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে।

এএইচ