অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।
স্থানীয় পুলিশ জানায়, বিশাখাপত্তম থেকে যাওয়া একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন আলামানদা ও কণ্টকাপালের মাঝে কোথসাভাতসালায় অবস্থান করছিল। সেসময় অন্য কোনো ট্রেন আসার সংকেত দেয়া হয়নি। ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেনটির সাথে সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেন চালককে কোনো সংকেত না দেয়ায়, এ ঘটনা ঘটেছে।
এসবি/