জাবালিয়া শরণার্থী শিবিরে ফের ইসরায়েলী বিমান হামলা
দুলি মল্লিক
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ফিলিস্তিনের গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে দু’দফায় ইসরায়েলী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২শ'। এ নিয়ে গেল ২৬ দিনে গাজায় ইসরায়েলী হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৯ হাজারে পৌঁছেছে। এদিকে সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে মিশরের রাফা সীমান্ত। অন্যদিকে চিলি ও কলম্বিয়ার পর এবার জর্ডান ইসরায়েলী রাষ্ট্রদূতকে তলব করেছে।
উত্তর গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া ক্যাম্পে দ্বিতীয় দফায় আবার বিমান হামলা চালায় ইসরায়েলী বাহিনী। দু’দিন ধরে ধ্বংসস্তূপ থেকে একের পর এক বের করে আনা হচ্ছে মৃতদেহ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৯৫ জনের মৃতদেহ। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাবালিয়া ক্যাম্পে এই হামলার ঘটনায় এরইমধ্যে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতি এ হামলাকে যুদ্ধাপরাধের সামিল হিসেবে উল্লেখ করেছেন।
জর্ডান তার দেশে নিযুক্ত ইসরায়েলী রাষ্ট্রদূতকে তলব করেছে। একইসঙ্গে ইসরায়েল থেকেও রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে মিশরের রাফা সীমান্ত।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে ওই সীমান্ত দিয়ে ৪শ’রও বেশি মানুষ গাজা ছেড়েছেন। এরমধ্যে ৩৩৫ জন বিদেশী ও বাকি ৭৬ জন আহত গাজান।
এএইচ