নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান, হারলেই সেমির আশা শেষ
আকাশ উজ জামান
প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
সেমিফাইনালে জায়গা পোক্ত করার লড়াইয়ে কাল মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই পাকিস্তানের। হারলে সেমির লড়াই কঠিন হয়ে যাবে কিউইদের জন্য।
বেঙ্গালুরুতে দু’দলের লড়াই শুরু হবে শনিবার বেলা ১১টায়। আর দুপুর আড়াইটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইংল্যান্ড।
ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসে শুরুটাও দারুন করেছিল পাকিস্তান। তবে টানা তিন ম্যাচ হেরে ব্যকফুটে চলে যায় ৯২র’ চ্যাম্পিয়নরা। সবশেষ বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে আবারও লড়াইয়ে ফিরেছে দলটি।
এবার তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে কিউইদের পরের অবস্থানেই বাবর-রিজওয়ানরা। এই ম্যাচে বড় ব্যবধানে জিতলে সুযোগ থাকছে শীর্ষ চারে ওঠার।
এদিকে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারার দুঃখ ঘোচাতে ভারতে এসে শুরুটাও দারুণ করেছিল নিউজিল্যান্ড। তবে টানা তিন ম্যাচ হেরে সেমির সমীকরণ কঠিন করে ফেলেছে কিউইরা। এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারায় ফেরার পরিকল্পনা নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড।
পরিবর্তন আসছে কিউই শিবিরে। ম্যাট হেনরির ইনজুরির শঙ্কায় জেমিসনকে ডেকেছে ম্যানেজমেন্ট। এই বিশ্বকাপে পেসাররা বেশ ভুগিয়েছে পাকিস্তানিদের। তাই একজন বাড়তি পেসার খেলানোর পরিকল্পনা কিউইদের।
অন্যদিকে, পয়েন্ট টেবিলে তলানিতে থাকা গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আরও একটি জয়ের সন্ধান করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে ফিরতে চায় ইংলিশরা। তবে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থান ধরে রাখতে ভুল করতে চাইবে কি কামিন্সের অস্ট্রেলিয়া?
এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৫ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ৫১টিতে, পাকিস্তান জিতেছে ৬০টিতে, ১টি টাই এবং ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বিশ্বকাপেও জয়ের ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ৯ বারের মোকাবেলায় পাকিস্তান জিতেছে ৭টিতে, নিউজিল্যান্ডের জয় মাত্র ২টিতে। সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপে কিউইদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান।
পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।
এএইচ