বায়ূ দূষণে নাকাল নয়াদিল্লিতে স্কুল বন্ধ ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫২ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
বায়ূ দূষণে নাকাল ভারতের রাজধানী নয়াদিল্লি। এরইমধ্যে দুই দিনের জন্য সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী দুই সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। প্রতি শীতেই দিল্লির বায়ু অন্য সময়ের তুলনায় বেশি দূষিত থাকে।
পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অন্যতম দিল্লির পরিবেশমন্ত্রী।
সাধারণত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে। এ সময়টায় দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
বায়ুর নিম্ন গতি ও নানা উৎসব-পার্বণে আতশবাজি ফোটানোর কারণে দূষণের মাত্রা অন্য সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়। এ অবস্থায় বায়ূ দূষণরোধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।
পরিস্থিতির অবনতি দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।
ট্রাক ও চার চাকার যান বন্ধ করে দেয়ার পাশাপাশি আপাতত সব নির্মাণ কাজ বন্ধের ঘোষণা আসতে পারে যেকোনো সময়।
এএইচ