ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী জামিনে কারামুক্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩২ এএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী‌।

শনিবার রাত ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাইবাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইন, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাস বিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থেকে আটক করে র‌্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব মামলা করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়া তেজগাঁও এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী (২৮) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত শাহাব উদ্দিন সাহেব আলীর ছেলে।

এএইচ