ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

প্রথমবার চট্টগ্রাম থেকে ট্রেন গেলো কক্সবাজারে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার

নির্মাণকাজ পরিদর্শন ও নতুন রেলপথে ত্রুটি যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার গেলো একটি ট্রেন।

রোববার সকাল নয়টায় আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

পরিদর্শক দলের সদস্যদের সাথে ট্রেনে ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম। বিকাল সাড়ে পাঁচটায় ট্রেনটি কক্সবাজার পৌঁছার কথা রয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেদিন আইকনিক রেলস্টেশন পরিদর্শনের পর নতুন রেলপথের উদ্বোধন করবেন তিনি। 

২০ বা ২৫ নভেম্বর থেকে এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের কথা রয়েছে।

এএইচ