ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আইন লঙ্ঘনে সৌদিতে এক সপ্তাহে ১৬ হাজার বিদেশি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার

সৌদিতে আরবে সপ্তাহব্যাপী অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য ১৬ হাজার ৬৯৫ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের মধ্যে ১০ হাজার ৫১৮ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৯৫৩ জন সীমান্ত সুরক্ষাবিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ২২৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৭৮৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ৩২ জনকে আটক করা হয়।

এছাড়া আবাসিক ও কর্মবিধি লঙ্ঘন করে এবং গোপন কর্মকাণ্ডে জড়িতদের সহায়তা, পরিবহণ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ১৮ জনকেও গ্রেফতার করা হয়েছে।

সূত্র : খালিজ টাইমস

কেআই//