জামায়াতের সভা-সমাবেশ নিষিদ্ধে আবেদনের শুনানি আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার
ফাইল ছবি
সভা-সমাবেশসহ জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃতে আপিল বেঞ্চে এ শুনানী হতে পারে। এর আগে বিচারপতি ওবায়দুল হাসানসহ চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেন।
জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা এবং নিবন্ধন বাতিল হওয়ার পরও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিবন্ধন ফেরত চাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি।
তাদের পক্ষে আবেদন দাখিল করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
আবেদনকারীদের এই আইনজীবী জানিয়েছিলেন, জামায়াতের বিরুদ্ধে দুটি আবেদন করা হয়েছে। তার মধ্যে একটি হলো আদালত কর্তৃক নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সেই নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করেছেন যেটা আদালত অবমাননার শামিল। আরেকটি হলো আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াত যাতে কোনো সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে তার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এএইচ