ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাজশাহী রেল স্টেশন হতে বোমা উদ্ধার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

রাজশাহী রেল স্টেশনে সামনের গেট থেকে দুটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে কে বা কারা বোমা দুটি রেখে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে। রাত সাড়ে ১০টার দিকে বোমা ডিস্পোজাল ইউনিট বোমা দুটি নিস্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো বোমা দুটি। এ সময় পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি হাত বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নেয়। পরে বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়। তারা এসে বোমা দুটি নিস্ক্রিয় করেন। 

এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এএইচ