ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০২:০৪ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ  নিহত হয়েছেন ৭ জন। আহত হয়েছেন ২ পথচারী।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুরের চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি বাস ফটিকছড়িগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশায় থাকা সাতজন। 

নিহতদের মধ্যে একজন পুরুষ, তিন নারী এবং তিন শিশু রয়েছে। 

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকর্মীরা দুর্ঘটনকবলিতদের উদ্ধার করেন। গুরুতর আহত দুই পথচারীকে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। 

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, ‘চারিয়া ইজতেমার মাঠ এলাকায় সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।’

এএইচ