ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বিএনপির অবরোধে রাজধানী স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০২:৪৮ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

নিষ্প্রাণ অবরোধে মুখ থুবড়ে পড়েছে বিএনপি। তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধে সকাল থেকেই দেখা নেই নেতাকর্মীদের। রাজধানীতে সড়কে দেদারসে চলছে যানবাহন। ট্রাফিক সিগনালে যানবাহনের জটলা। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ট্রেন চলাচল স্বাভাবিক। 

তবে ঢাকার বাইরে কোথাও কোথাও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা। 

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফায় শুরু হয়েছে অবরোধ। টানা ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।

ভোর ৬টায় শুরু হওয়া অবরোধে রাজধানীর পরিবেশ অনেকটা স্বাভাবিক। রাজধানীতে গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহন চলাচল করেছে। তবে, মানুষের উপস্থিতি কম থাকায় খেটে খাওয়া মানুষগুলো কিছুটা দুর্ভোগে। 

অজ্ঞাতস্থান থেকে ডিজিটাল বার্তায় অবরোধ ঘোষণা দিয়ে মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নয়াপল্টন কার্যালয়ে ঝুলছে তালা। কাকরাইল, শান্তিনগর, নাইটিঙ্গেল মোড়, ফকিরেরপুল, শাহবাগ কোথাওই মাঠে নামেনি তারা। মাঠে নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও চোরাগোপ্তা হামলা, মহাসড়কে অগ্নিসংযোগ, বাসে আগুনের মত ঘটনাগুলো গেল দুদফার অবরোধে দৃশ্যমান।  

রাজধানী থেকে দূরপাল্লার বাস চলছে। তবে যাত্রী কম থাকায় বাসও কম। ট্রেন চলাচলা স্বাভাবিক। 

এদিকে, অবরোধের সমর্থণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগসহ ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার ও নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় বিক্ষোভসহ সড়কে আগুন জ্বালায় অবরোধকারীরা।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে বাস ব্যতিত সব ধরনের যানবাহন চলাচল করছে। 

মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়নের পাশাপাশি টহলে রয়েছে র‌্যাব ও পুলিশের বিশেষ টিম।

এএইচ