ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঢাকা ও গাজীপুরে সন্ধ্যার পর ৪ বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন দুই ঘণ্টার ব্যবধানে ঢাকায় ৩টি ও গাজীপুরে ১টিসহ মোট বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সন্ধ্যা ৬টার দিকে গজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার এমসি বাজারে শর্মিলী পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।

371491716_331147259509560_6685699703881543968_n

এদিকে পুরান ঢাকার তাঁতিবাজারে আকাশ পরিবহনের একটি বাসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। এর পৌনে এক ঘণ্টা পর বনানী এলাকায় কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। 

রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গেটের সামনে একটি রমজান পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাত সোয়া ৯টা ১৭ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

কেআই//