টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৯ পিএম, ৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ব্যাঙ্গালুরুতে টস করতে নামেন দুই অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান উইলিয়ামসন।
দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি থেকে ফিরেই নিউজিল্যান্ড একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা।
আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। টানা চার ম্যাচ জিতে উড়ছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার হারে নেমে এসেছে মাটিতে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ম্যাচটি জিততে চায় নিউজিল্যান্ড। অপরদিকে শেষচারের আশা না থাকলেও সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে জয় চায় শ্রীলঙ্কা।
বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সেমির টিকিট কেটেছে। এবার চতুর্থ স্পটের জন্য লড়াই করছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান।
এমন সমীকরণে আজ জয় পেতে চায় নিউজিল্যান্ড। আর লঙ্কানদের হারিয়ে দিতে পারলে নিউজিল্যান্ডেরই শেষ চারে জায়গা করে নেয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করতে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কার। ফলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হলেও সেরাটাই দিতে প্রস্তুত কুশল মেন্ডিসের দল।
ওয়ানডে বিশ্বকাপে দু'দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬ ম্যাচ জিতেছে লঙ্কানরা। অন্যদিকে ৫ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।