রাজশাহীতে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ১৩ দেশ
রাজশাহী বিভাগীয় প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার
রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম আন্ত:র্জাতিক অনুর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
এ উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহীর আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে প্রেস ব্রিফিং করেন টুর্নামেন্টের আয়োজকরা।
টুর্নামেন্ট ডাইরেক্টর মো. খসরু জানান, আগামী ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৩টি দেশের ৮২ জন খেলোয়াড় অংশ নিবেন। এর মেধ্যে ৫২ জন বালক আর ৩০ জন বালিকা।
এছাড়াও খেলোয়াড়দের কোচ ও ম্যানেজারসহ আরও ২০ জন অংশ নিচ্ছেন। বালক ও বালিকা আলাদাভাবে এককে ৩২ জনের ড্রর মধ্য থেকে ২৪ জন করে বালক ও বালিকা শীর্ষ আইটিএফ র্যাংকধারী খেলোয়াড় সরাসরি মেইন ড্রতে খেলবেন।
টুর্নামেন্ট চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
তবে এমন আন্ত:র্জাতিক আয়োজনে পর্যাপ্ত স্পন্সর না পাওয়ায় হতাশা প্রকাশ করে টুর্নামেন্ট ডাইরেক্টর মো. খসরু।
এএইচ