ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪,   কার্তিক ৩ ১৪৩১

নরসিংদিতে আজ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার


নরসিংদীর পলাশে স্থাপিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়ার সার কারখানা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে নরসিংদী জেলায় আরও ১০টি উন্নয়ন কাজের উদ্বোধনও করবেন তিনি। 

রোববার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কারখানাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো নিরাপত্তার চাদরে সাজানো হয়েছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারাখানা ও সমাবেশ এলাকা। কারখানা উদ্বোধন এবং সুধী সমাবেশ শেষে বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত সামাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের বিশাল সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঘোড়াশাল এবং নরসিংদীর ভেন্যু। দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেত্রীর আগমনে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা।

কারখানাটি উদ্বোধন এবং চালু হলে দৈনিক ২৮শ’ মেট্রিক টনের গড়ে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে। দেশের মোট চাহিদার ৪০ ভাগ উৎপাদন সম্ভব হলে ৭ হাজার ছয়শত কোটি টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। 

এছাড়াও উদ্বোধন করা প্রকল্পগুলোর সুফল পাবেন নরসিংদীবাসী।

এএইচ