নির্বাচন নিয়ে জাতীয় পার্টিকে চিঠি দিলো যুক্তরাষ্ট্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
জাতীয় পার্টির সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠক করেছেন। এ সময় পিটার হাস দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি পৌঁছে দেন।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ৩টার দিকে পিটার হাস জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে যান। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন।
চিঠির বিষয়ে জাপা মহাসচিব বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে আমাদের।
কেআই//