গাজীপুরে রেললাইন ও বাসে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
গাজীপুরের ভুরুলিয়ায় রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানান, গেল রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের ভুরুলিয়া এলাকায় রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় তিনটি স্লিপারের কিছু অংশ পুড়ে গেছে।
এদিকে, গাজীপুরের শ্রীপুরের জৈন্যবাজার এলাকায় একটি তাকওয়া পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরের জৈন্য বাজারে দাঁড়ানো বাসটিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল অব্যাহত রয়েছে। তবে সংখ্যায় কম। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় গণপরিবহন ও কর্মজীবী মানুষদের যার যার কর্ম ক্ষেত্রে যেতে দেখা গেছে।
এএইচ