মিরসরাইয়ে ২৭ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই, গ্রাহকদের ক্ষোভ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩২ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ২৭ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই মিরসরাইয়ে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ না থাকায় গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করছেন।
শনিবার (১৮ নভেম্বর) উপজেলার মিরসরাই সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় এমন চিত্র। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসলেও ৫ মিনিট থেকে আবার চলে যাচ্ছে।
উপজেলা মিঠাছরা বাজারের ব্যবসায়ী তারিফ বলেন, ‘কি বলবো, এখানে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। ঘূর্ণিঝড়ের বাতাস আসার আগে বিদ্যুৎ নেই। দোকানে স্টাফদের নিয়ে বসি রইছি। বিদ্যুৎ ছাড়া কাজ কিভাবে করবো।’
বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাচান বলেন, “আমাদের সামনে এসএসসি পরিক্ষা। বিদ্যুৎ না থাকায় পড়তে অনেক কষ্ট হচ্ছে। মোমবাতিরও সংকট, ২ দিন ধরে বিদ্যালয়ের রাতের হোস্টেলেও ক্লাস হচ্ছেনা।”
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম সাইফুল আহমেদ জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। গাছ পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ অফিসের লোক কাজ করছে।
এএইচ