ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

কোহলিকে হারিয়ে চাপে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার

বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত। শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয় ভারতের ব্যাটাররা। এরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে বিরাট কোহলির ফিফটিতে চাপ সামাল দেয় ভারত।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। অজি বোলারদের ওপর চড়াও হন তিনি। তবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ বলে ৪ রান করে আউট হন শুভমান গিল।

গিলের বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে কোহলিও চড়াও হন অজি বোলারদের ওপর। তবে দলীয় ৭৬ রানে ফের উইকেট হারায় ভারত। ৩১ বলে ৪৭ রানের মারমুখি ইনিংস খেলে আউট হন রোহিত। এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান শ্রেয়াস আইয়ার।

দলীয় ৮১ রানে ৩ বলে ৪ রান করে আউট হন আইয়ার। তার বিদায়ের পর ক্রিজে আসেন লোকেশ রাহুল। তাকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন কোহলি। ৫৬ বলে ফিফটি পূরণ করেন কোহলি। তবে এরপরেই আউট হন তিনি। 

দলীয় ১৪৮ রানে ৬৩ বলে ৫৪ রান করে আউট হন কোহলি। ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ভারত।  

কেআই//