ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় হাজারো নেতাকর্মীদের মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

দলীয় মনোনয়ন ফরম জমাদান শেষে কুমিল্লা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, নৌকার মনোনয়ন পাওয়ার জন্য আমি শতভাগ আশাবাদী। দলের পাশাপাশি দীর্ঘ ১৫ বছর এলাকার উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছি৷ আওয়ামী লীগকে তৃণমূলে আরও সুসংগঠিত করতে দাউদকান্দি-তিতাসের নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দল আমাকে সুযোগ দিলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ভিশন-২০৪১:স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দাউদকান্দি-তিতাসকে দুটি তিলোত্তমা শহরে পরিণত করব।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি তিতাসের জনগণের প্রত্যাশাকে বাংলাদেশ আওয়ামী লীগ মূল্যায়ন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস।
কেআই//