ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বেগমগঞ্জে নাশকতা মামলায় জামায়াত-বিএনপির ২৭ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ২৫ ও জামায়াতের ২জন নেতাকর্মী রয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা জামায়াতের বর্তমান জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এবং চৌমুহনী পৌরসভার মৃত আজহার উল্যার ছেলে। অপর গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গত কয়েকদিনে হরতাল-অবরোধ চলাকালে জেলার বিভিন্নস্থানে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ, সড়কের আগুন সহ বিভিন্ন নাশকতা চালায়। এসব নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় নাশকতা সৃষ্টি ও নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক নেতা’সহ বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় সহিংসতা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসবি/