ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

মহাকাশে স্পাই উপগ্রহ উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪ এএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০৯:১৫ এএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

মহাকাশে সামরিক স্পাই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছে উত্তর কোরিয়া। এ উপগ্রহের মাধ্যমে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগেভাগেই সতর্ক হতে পারবে দেশটি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার মধ্য রাতে মালিগিং-১ নামের এই সামরিক স্পাই উপগ্রহটি  মহাকাশের কক্ষপথে প্রবেশ করে। 

পুরো উৎক্ষেপণ পর্ব পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 

জাপান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অ্যাখ্যা দিয়েছে। নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশীদেশগুলোও। 

এর আগেও চলতি বছরে আরও দুবার মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পিয়ংইয়ং। 

এএইচ