ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি বুধবার কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে সম্মেলন কক্ষে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। এসময় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা সহ ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।