ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

টানেলে আটকে থাকা শ্রমিকদের খুব কাছে উদ্ধারকারী দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন টানেল ধসে ১১ দিন ধরে আটকে থাকা ৪১ শ্রমিককে অবশেষে আজ উদ্ধার করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। ঘটনাস্থলে ৪১ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। 

বুধবার ওই টানেলে প্রায় ৩৯ ফুট ড্রিল করা হয়। আটকে পড়াদের বের করে আনতে সেখানে একটি পাইপও বসানো হয়। আজই উদ্ধার অভিযান শেষ হবে আশা করছেন কর্তৃপক্ষ। 

 ইতিমধ্যেই সুড়ঙ্গে ঢুকে অনেকটা এগিয়ে গিয়েছেন ২১ জন উদ্ধারকারী। অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। আর মাত্র ১০ মিটার খোঁড়া বাকি আছে। তারপরেই শ্রমিকদের নাগাল পাওয়া যাবে।

গেল ১২ নভেম্বর ৫ কিলোমিটার লম্বা টানেলটির একটি অংশ ধসে পড়লে আটকা পড়ে ৪১ শ্রমিক।

এএইচ