ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কমেনি পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে আটা-সয়াবিন তেলের দাম

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার | আপডেট: ১১:৫০ এএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার

বাজারে আমদানির পাশাপাশি নতুন পেঁয়াজ নামার পরও ঝাঁজ কমেনি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুন। দাম বেড়েছে আটা, সয়াবিন তেলের। আর চালের দাম গত সপ্তাহের মতই আছে। তবে, দাম কমেছে ডিম, সব ধরনের মাংস ও শীতের সবজির। 

বাজারে পেঁয়াজের আমদানি যথেষ্ট। নতুন পেঁয়াজও উঠতে শুরু করেছে; কিন্তু দাম এখনো নাগালে আসেনি। আদার কেজি ২শ’ ২০টাকা, দেশি রসুনও ২শ’ টাকার ওপরে।

সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আটা ও সয়াবিন তেলের। আটা কেজিতে ৫ টাকা আর তেল ৩ টাকা বেড়েছে। চালের দাম গত সপ্তাহের মতই আছে।

মাছের দাম আগের মতই বাড়তি। ইলিশের দাম বেশ চড়া। 

শীতের সবজির বাজারে আছে স্বস্তি। সহনীয় মাত্রায় চলে আসছে দাম। কমেছে গরু ও সব ধরণের মুরগির মাংসের দাম। আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০টাকায়।  

নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও এখনো ক্রয় ক্ষমতার মধ্যে নয় বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। 

এসবি/