ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

রাশিয়া ইউক্রেনের ১৬টি ড্রোন ভূপাতিত করেছে : মস্কো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার

রাশিয়া শুক্রবার বলেছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলে এবং বর্ধিত ক্রিমীয় উপদ্বীপে ইউক্রেনের ১৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে রুশ ফেডারেশনের বিভিন্ন স্থানে ড্রোন ব্যবহার করে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৬টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের মধ্যে ক্রিমীয় উপদ্বীপে ১৩টি এবং ভলগোগ্রাদ অঞ্চলে তিনটি ড্রোন ভুপাতিত করা হয়।

ইউক্রেন গত জুনে তাদের পাল্টা হামলা জোরদারের অংশ হিসেবে রাশিয়ার সামরিক স্থাপনায় এবং ক্রিমীয় উপদ্বীপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়।

কেআই//