ঢাকায় ব্যতিক্রমী কনসার্ট, সমুদয় অর্থ যাবে গাজায় (ভিডিও)
মুহাম্মদ নূরন নবী
প্রকাশিত : ১০:৪২ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার
সাধ্যের মধ্যে যা আছে, তাই নিয়ে ফিলিস্তিনের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। বিপন্ন মানুষের সহায়তায় ঢাকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কনসার্ট। আয়োজন করেছে সেট দ্য রক নামে একটি প্রতিষ্ঠান। কনসার্টে গান গেয়ে কোনো শিল্পী পারিশ্রমিক নেননি, টিকেটের সমুদয় অর্থ রেড ক্রিসেন্টের মাধ্যমে পৌঁছে দেয়া হবে গাজায়।
আর একটি শিশুও যেন অকালে প্রাণ না হারায়। একটি প্রাণও যেন অকালে না ঝরে গাজায়।
চার দিনের যখন যুদ্ধ বিরতি চলছে তখন মানুষের প্রতি সহর্মিতা ও ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে হাতিরঝিলে এই কনসার্ট। কিছু উদ্যেমী তরুণের হাত ধরে এই আয়োজনের একটাই বার্তা, এই অন্যায্য যুদ্ধ এখনই থামাও।
সবার আগে মানুষ। ধর্ম, রাজনীতি-দখলদারিত্বের সেখানে কোন মূল্য নেই।
আগতরা জানান, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত, সবারই এগিয়ে আসা উচিত। যদি আমরা গাজার পাশে না দাঁড়াই তাহলে অবশ্যই সেটা বেইনসাফ করা হবে। যে কোনোভাবেই গাজার পাশে দাঁড়ানো উচিত।
দেশকে শত্রু মুক্ত করার দৃঢ় উচ্চারণ ছিলো এই ফিলিস্তিনী সাহসিকার।
দেয়াল চিত্র, টিশার্ট ও পোস্টার তৈরি, কনসার্টসহ বহু আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে উদ্যেমীরা। যে কেউ যুক্ত হতে পারবে এই যাত্রায়।
আয়োজকরা জানান, আমাদের প্রাথমিক টার্গেট প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মাধ্যমে সাহায্যের অর্থ পাঠানো। এখন পর্যন্ত ১১ লাখ ৩৪ হাজার ৩৩ টাকা উঠেছে। এই ডোনেট অপশান চলমান থাকবে।”
অংশ নেয়া এই আয়োজনে প্রত্যেক তরুণের চোখে একটাই স্বপ্ন একদিন, নিজ ভূমে স্বাধীন জীবন যাপন করবে ফিলিস্তিনিরা। সবাই এগিয়ে আসলে সেদিন খুব বেশি দূরে নয়।
এএইচ