ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আখদাউদের বিপক্ষে ৩-০তে জিতেছে আল নাসর।

চলতি মৌসুমে নাসরের হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন সিআরসেভেন। ১৮ ম্যাচে মাঠে নেমে করেছেন ১৮ গোল। এরমধ্যে সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল। সর্বশেষ তিনটি লিগ ম্যাচে পর্তুজিগ সুপারস্টারের পা থেকে এসেছে ৪ গোল। 

এদিন প্রথমার্ধে দলকে এগিয়ে নেন সৌদি মিডফিল্ডার সামি-আল-নাজেই। ৭৭ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল পান রোনালদো। অ্যালেক্স টেলেসের ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জালে জড়ান সিআরসেভেন।

তিন মিনিটের মধ্যে পূর্ণ করেন জোড়া। অসাধারণ লব গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে গিয়ে সোজা আশ্রয় নেয় পোস্টের ভেতর। ৩৫ গজ দূর থেকে নেয়া রোনালদোর এই লবটি মন ভরিয়ে দেয় দর্শক-সমর্থকদের।

১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়স্থানে রয়েছে রোনালদোর দল আল নাসর। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।

এএইচ