ভোলায় বাসচাপায় শিশুসহ নিহত ২, আহত ৩
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ রবিবার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। এ ঘটনায় উত্তেজিত জনতা ৩টি বাস ভাংচুর করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী নামক জায়গায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহনে বাসচাপায় নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং নিহত মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, সিটিং সার্ভিস নামে একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮) যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে।
ঘটনার পর ঘাতক বাসটি রেখে পালিয়ে গেছে চালক। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে। এসময় আরও দুটি বাস ভাংচুর করা হয়।
পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এএইচ