টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ রবিবার
টাঙ্গাইল পৌর শহরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপরে শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ওই এলাকার ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার ও জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া। ওয়াহাব ও জাহাঙ্গীর সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিলেন। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির এ পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল সদর থানার ওসি আবু সালাম মিয়া জানান- খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় কেউ অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয় হয়।
বাদ আছর জানাজা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হয়।
কেআই//